

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরের অভয়নগর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে শামীম শেখ (২০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শুভরা গ্রামে এ ঘটনা ঘটে।
শামীম শেখ স্থানীয় বাসিন্দা মহিদুল শেখের ছেলে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানান, তার অবস্থা আশঙ্কাজনক।
ভুক্তভোগীর ভাই ইরান জানান, এশার নামাজের আজানের পরপরই কয়েকজন যুবক শামীমের ওপর গুলি চালায়। এক পর্যায়ে মাথায় গুলি লেগে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে খুলনায় স্থানান্তর করেন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত ও আটক করতে অভিযান চলছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    