শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে জামায়াত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মামলা

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৩:৪৪ পিএম
আমির হামজা
expand
আমির হামজা

যশোরে কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মানহানির অভিযোগে আদালতে মামলা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন ও সম্মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এই মামলা দায়ের করা হয়। মামলাটি আমলে নিয়ে যশোরের আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), যশোরকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য ও শহরের খড়কির বাসিন্দা মেহেদী হাসান জিল্লু বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

যশোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম মামলাটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম. এ. গফুর।

মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, ২০২৩ সালে চট্টগ্রামে আয়োজিত একটি মাহফিলে বক্তা হিসেবে উপস্থিত থেকে আমির হামজা প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন ও কটূক্তিমূলক বক্তব্য দেন। একজন মৃত ব্যক্তিকে নিয়ে এমন বক্তব্য শুধু কোকোর ব্যক্তিগত সম্মানই ক্ষুণ্ন করেনি, বরং এতে পুরো জিয়া পরিবারের মর্যাদাহানি হয়েছে।

আরজিতে আরও বলা হয়, ওই বক্তব্যের কারণে কোকো ও তার পরিবারকে নিয়ে জনসমক্ষে হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়, যা অত্যন্ত আপত্তিকর ও নিন্দনীয়।

গত ১৭ জানুয়ারি যশোরের লালদীঘির পাড়ে বিএনপির পার্টি অফিসে অবস্থানকালে অনলাইনে বক্তব্যটির ভিডিও দেখেন বাদী। ভিডিওটি দেখার পর তিনি গভীরভাবে হতবাক ও মর্মাহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বাদীর দাবি, এ ধরনের কটূক্তি জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী মানুষের আবেগ ও সম্মানে আঘাত করেছে। এতে প্রায় ৫০ কোটি টাকার মানহানি হয়েছে বলে মামলায় দাবি করা হয়। বাধ্য হয়েই তিনি আইনি প্রতিকার চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম. এ. গফুর বলেন, জিয়া পরিবারকে উদ্দেশ্য করে পরিকল্পিতভাবে মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে। এটি অত্যন্ত গুরুতর অপরাধ। আমরা দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছি।

উল্লেখ্য, অভিযুক্ত আমির হামজা কুষ্টিয়া সদর উপজেলার ডাবিরাভিটা গ্রামের বাসিন্দা রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X