

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরে জমিজমা সংক্রান্ত পুরোনো বিরোধের জেরে প্রকাশ্য সড়কে কুপিয়ে এক মুদি দোকানদারকে হত্যার পর উত্তেজিত জনতার গণপিটুনিতে হামলাকারীরও মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে চৌগাছা থানাধীন সলুয়া কলেজের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন যশোর সদর উপজেলার জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে রফিকুল ইসলাম (৫০) এবং একই গ্রামের মেলো ওরফে হজরত মন্ডলের ছেলে আব্দুল আলিম পলাশ (৩৪)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক মাস আগে পলাশের কাছ থেকে জমি কেনাকে কেন্দ্র করে রফিকুলের সঙ্গে তার বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রফিকুল বাইসাইকেল যোগে বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে রওনা হলে সলুয়া কলেজের সামনে পৌঁছামাত্র পলাশ অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো হাসুয়া দিয়ে রফিকুলের মাথা ও মুখমণ্ডলে উপর্যুপরি কোপ দিলে তিনি রক্তাক্ত অবস্থায় সড়কে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকায় রেফার করেন। তবে ঢাকায় নেওয়ার পথে নড়াইল তার মৃত্যু হয়।
এদিকে ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী পলাশকে আটক করে বেধড়ক পিটুনি দেয়। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক মৃত ঘোষণা করেন। বর্তমানে উভয়ের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
হাসপাতালে ডিউটিরত পুলিশ কর্মকর্তা এসআই চঞ্চল বিশ্বাস জানান, জমি সংক্রান্ত বিরোধ থেকেই এ রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে। গণপিটুনিতে পলাশের মৃত্যু হয়েছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন
