বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে ১২ দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন 

জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৮:১৫ পিএম
জামালপুরে ১২ দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন 
expand
জামালপুরে ১২ দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন 

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের সাধারণ শিক্ষার্থীরা মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধসহ ১২ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।

বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ফৌজদারি মোড়ে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা দাবি বাস্তবায়নে নানা ¯স্লোগান দেন এবং সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, জামালপুরের বিভিন্ন মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক, নছিমন ও করিমনের অবাধ চলাচলের ফলে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। এসব যানবাহন গতি নিয়ন্ত্রণে অক্ষম ও নিরাপত্তাব্যবস্থা অপ্রতুল হওয়ায় প্রতিদিনই প্রাণহানির ঘটনা ঘটছে।

সম্প্রতি জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে আশেক মাহমুদ কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। অথচ সড়ক পরিবহন আইন-২০১৮-এর ৪৭(২) ধারা অনুযায়ী মহাসড়কে এ ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ।

শিক্ষার্থীদের ১২ দফা দাবির মধ্যে রয়েছে মহাসড়কে অননুমোদিত তিন চাকার যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা, প্রশাসন ও ট্রাফিক পুলিশকে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশনা প্রদান, ব্যাটারিচালিত যানবাহনের জন্য নির্দিষ্ট গ্রামীণ ও শহরতলির রাস্তা নির্ধারণ, সড়কে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা, চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স বাধ্যতামূলক করা, তিন চাকার যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণে আনা, চেকপোস্ট বৃদ্ধি ও পর্যাপ্ত লোকবল নিয়োগ, প্রয়োজনে শিক্ষার্থীদের সহায়তা গ্রহণ, প্রতিটি মহাসড়কে বিআরটিএ বাস সার্ভিস চালু, গাড়ির ফিটনেস নিশ্চিত করা, সাম্প্রতিক দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিহত শিক্ষার্থীদের পরিবারের জন্য রাষ্ট্রীয় অনুদান প্রদান।

শিক্ষার্থীরা বলেন, “আমরা কারও বিরুদ্ধে নয়, নিরাপদ সড়কের দাবিতে মাঠে নেমেছি। আমাদের দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন