বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মাদারগঞ্জ উপজেলা  আইন-শৃঙ্খলা কমিটির সভা 

মাদারগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৮:০৬ পিএম
expand
মাদারগঞ্জ উপজেলা  আইন-শৃঙ্খলা কমিটির সভা 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ যমুনা সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নাদির শাহ। সভায় উপস্থিত ছিলেন মডেল থানার সেকেন্ড অফিসার শামসুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আবু রায়হান, ফায়ার সার্ভিস স্টেশনের প্রতিনিধি রইছ উদ্দিন, আনসার ভিডিপি প্রতিনিধি উত্তম কুমার ধর, মাদারগঞ্জ প্রেসক্লাবের প্রতিনিধি খাঁজা মোজাম্মেল হক খোকন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিজভী আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম এবং এনজিও প্রতিনিধি সাইদুল ইসলাম।

সভায় মাদারগঞ্জ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিয়ে প্রতিরোধ, এবং সামাজিক অপরাধ দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন