সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা নেতা শ্যামল গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৮:২৪ এএম
কাউসার আহমেদ শ্যামল
expand
কাউসার আহমেদ শ্যামল

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জামালপুর জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ শ্যামলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৩ জানুয়ারি) রাতের দিকে জামালপুর পৌর শহরের ফুলবাড়িয়া দড়িপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেপ্তারকৃত কাউসার আহমেদ শ্যামল জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা। তিনি মনসুর আহমেদের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে কাউসার আহমেদ শ্যামলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগসমূহ যাচাই-বাছাই প্রক্রিয়াধীন রয়েছে। যাচাই শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে এবং তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X