শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জ গ্যাস ফিল্ডে ৫ নম্বর কূপের পুনরুৎপাদন কার্যক্রম শুরু

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১১:০২ পিএম
expand
হবিগঞ্জ গ্যাস ফিল্ডে ৫ নম্বর কূপের পুনরুৎপাদন কার্যক্রম শুরু

হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপের ওয়ার্কওভার বা পুনরুৎপাদন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে প্রতিদিন অতিরিক্ত ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন আজ সোমবার এ তথ্য জানান। তিনি বলেন, ‘তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা ফিল্ডে ৭টি কূপ ওয়ার্কওভার’ প্রকল্পের আওতায় এই কার্যক্রম শুরু হয়েছে গত ২৪ অক্টোবর।

ওয়ার্কওভার কার্যক্রমের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) এস এম মাহবুব আলম। এসময় বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক, পেট্রোবাংলা ও বাপেক্সের মহাব্যবস্থাপক, প্রকল্প পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিএফসিএল সূত্রে জানা গেছে, ডিসেম্বরের মধ্যে কার্যক্রম শেষ হবে বলে আশা করা হচ্ছে। সফলভাবে সম্পন্ন হলে কূপটি থেকে প্রতিদিন অতিরিক্ত ১০-১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।

উল্লেখ্য, হবিগঞ্জ গ্যাস ফিল্ডের এই ৫ নম্বর কূপটি ১৯৮৮ সালে ৩ হাজার ৫২১ মিটার গভীরতায় খনন করা হয় এবং ১৯৯২ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন