

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের মাধবপুরে ‘দিগন্ত পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সোমবার সকাল ৬টায় উপজেলার বেজুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বাদল মিয়া (৪০)।
স্থানীয়রা জানান, বাসটি দ্রুতগতিতে ঢাকার দিকে যাচ্ছিল। বেজুড়া এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালান।
আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকলেও পরে পুলিশ বাসটি উদ্ধার করে স্বাভাবিক করে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
