

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের মাধবপুর থেকে ৫৩ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
র্যাব সূত্রে জানায়, ২৪ অক্টোবর ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ৮টা ১০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ জানতে পারে, মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের অন্তর্গত ২০নং চা বাগান এলাকায় কিছু মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
পরে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে চারজন ব্যক্তি বস্তা ফেলে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয় এবং বাকি দুইজন পালিয়ে যায়। পরবর্তীতে আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের বস্তার ভিতরে মাদকদ্রব্য গাঁজা রয়েছে।
আটক ব্যক্তিদের কাছ থেকে ১১টি প্যাকেটের মধ্যে খাকি ও নীল রঙের স্কচটেপে মোড়ানো ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- মজনক উরাং (পিতা: মৃত রবি উরাং), সাং: মৃত্তিক চা বাগান, ইউপি: রহিমপুর, থানা: কমলগঞ্জ, জেলা: মৌলভীবাজার। দুলাল ভৌমিক (পিতা: মৃত কমল ভৌমিক), সাং: রামগঙ্গা চা বাগান, ইউপি: দেওরগাছ, থানা: চুনারুঘাট, জেলা: হবিগঞ্জ।
র্যাব জানায়, তারা পরস্পর যোগসাজশে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক তাদের ও জব্দকৃত গাঁজা মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ আরও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
