শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে ২২০ বস্তা ভারতীয় জিরা জব্দ, চালক-সহকারী আটক

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১০:৫৯ এএম
হবিগঞ্জে ভারত থেকে আনা ২২০ বস্তা জিরা জব্দ
expand
হবিগঞ্জে ভারত থেকে আনা ২২০ বস্তা জিরা জব্দ

হবিগঞ্জে ভারত থেকে অবৈধভাবে আনা ২২০ বস্তা জিরা জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের সামনে নিয়মিত চেকপোস্টের সময় এ অভিযান পরিচালিত হয়। এএসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ট্রাকটি (রেজি. নং যশোর ট-১১-৪১৮৯) থামিয়ে তল্লাশি চালান।

তল্লাশিতে ট্রাকের ভেতর ‘K.S Gold Jeera’ লেখা ২২০ বস্তা জিরা পাওয়া যায়। প্রত্যেক বস্তায় ৩০ কেজি করে মোট ৬ হাজার ৬০০ কেজি জিরা জব্দ করা হয়। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৯ লাখ ৬০ হাজার টাকা।

এ ঘটনায় ট্রাকচালক মো. শাহাবুদ্দিন (পিতা: হাবিবুর রহমান, গ্রাম: মাইজকান্দি, জকিগঞ্জ, সিলেট) এবং সহকারী মো. আকাশ (পিতা: দুলু মিয়া, গ্রাম: সাধুরপাড়া, বকশিগঞ্জ, জামালপুর)–কে আটক করা হয়।

জব্দকৃত জিরা ও আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন