

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের মাধবপুরে ঢাকা–সিলেট মহাসড়কে বাস ও লরির সংঘর্ষে আল মোবারাকা পরিবহনের এক সুপারভাইজার নিহত হয়েছেন।
বুধবার(১৭ ডিসেম্বর) দুপুর বেলা ১২টার দিকে উপজেলার নোয়াপাড়া সাহেব বাড়ি গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেটগামী ঢাকা মেট্রো ঢ-৪১-০২৮৫ নম্বরের একটি খালি তেলবাহী লরির পেছনে ঢাকা মেট্রো ব-১২-৪০৬৩ নম্বরের আল মোবারাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়।
এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের তীব্রতায় বাসের সুপারভাইজার ঢাকা দক্ষিণ সিটির নবাব কাটারা এলাকার সৈয়দ এস এন জামান এর পুত্র সৈয়দ আশরাফুজ্জামান ফয়সাল ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
এ ঘটনায় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য করুন
