শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগ ছাড়লেন গোপালগঞ্জের আরও এক নেতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪০ পিএম
expand
আ.লীগ ছাড়লেন গোপালগঞ্জের আরও এক নেতা

গোপালগঞ্জের কাশিয়ানীতে ব্যক্তিগত কারণ দেখিয়ে আওয়ামী লীগের একটি ওয়ার্ড কমিটির পদ থেকে সরে দাঁড়ালেন কিবরিয়া খান নামে এক নেতা।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার শিবগাতি বাসস্ট্যান্ডে নিজ দোকানে সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারী কিবরিয়া খান মহেশপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

লিখিত বক্তব্যে কিবরিয়া জানান, তার অজান্তেই ওই পদে নাম যুক্ত করা হয়েছিল। তিনি কখনো এ পদের দায়িত্ব পালন করেননি এবং আওয়ামী লীগের আদর্শেও বিশ্বাসী নন। তাই সচেতনভাবে দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, আমাকে সহ-সভাপতি করা হয়েছে—এ ব্যাপারে আমি কিছুই জানি না। তাই আমি সজ্ঞানে স্বেচ্ছায় এ পদ থেকে পদত্যাগ করছি।

উল্লেখ্য, এর আগে মুকসুদপুর উপজেলা থেকে ১৬ জন এবং টুঙ্গিপাড়া ও কাশিয়ানী থেকে দুজন করে মোট ২০ জন আওয়ামী লীগ নেতাকর্মী পদত্যাগ করেছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন