

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে একটি ভয়াবহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার (২৬ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের বাইরে হাতে তৈরি একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এই বিস্ফোরণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজিব সাংবাদিকদেরকে জানান, দুটি মোটরসাইকেলে করে চারজন ব্যক্তি ক্যাম্পাসের গেট থেকে প্রায় ৬০–৭০ মিটার দূর থেকে একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত স্থান ত্যাগ করে।
ককটেলটি মেইন গেটের কাছাকাছি পড়ে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার খবর পাওয়ার প্রায় ১৫ মিনিটের মধ্যে আমি ঘটনাস্থলে উপস্থিত হই। এ সময় পুলিশের সদস্যরা, ওসি (তদন্ত), গোয়েন্দা বিভাগের সদস্যরা এবং পরবর্তীতে উপাচার্য স্যার ঘটনাস্থলে আসেন। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।
এ ব্যাপারে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোয়ার হোসেন গোপালগঞ্জ পুলিশের মিডিয়া গ্রুপের মাধ্যমে জানান, সংবাদ পেয়ে স্থানীয় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা বলয় তৈরি ও তল্লাশি অভিযান পরিচালনা করেন। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ককটেলটি হাতে বানানো এবং বিস্ফোরণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ প্রচেষ্টায় ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে ককটেল নিক্ষেপকারীদের সনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। স্থানীয় প্রশাসন ক্যাম্পাস ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বলে জানিয়েছে।
মন্তব্য করুন
