রবিবার
১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৩

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:০৮ এএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাতি-দাদীসহ তিনজনের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার (১৭ জানুয়ারী) রাত সোয়া ৯টার দিকে কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেতুলিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

কাশিয়ানী মুকসুদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর মো: সাজেদুর রহমান বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন, তিনি আরও বলেন কাশিয়ানী উপজেলার তেতুলিয়া গ্রামের সজিব সিকদারের বাড়ির কাছেই বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরী করা ছিল।

ফাঁদ তৈরীর তারের লিকেজে সজিব সিকদারের ১০ মাস বয়সী ছেলে সাইফান হাসান হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তাকে বাচাঁতে তার দাদী রাহেলা বেগম এগিয়ে আসলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি টের পেয়ে নাতি ও দাদীকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী দাদা ইরান সিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে তিনিজনই মারা যান।তাদের সকলের বাড়ি কাশিয়ানী উপজেলার, রাজপাট ইউনিয়নের, তেতুলিয়া গ্রামে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। বর্তমানে নিহতদের মরদেহ নিজ বাড়িতে রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X