

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটনের নবাগত পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার।
আজ দুপুরে জিএমপি পুলিশ হেডকোয়ার্টারের কনফারেন্সরুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
এসময় তিনি গাজীপুর মহানগরকে একটি নিরাপদ, উন্নত ও শৃঙ্খলাবদ্ধ নগরীতে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করে বলেন, গাজীপুর মেট্রোপলিটন এলাকা একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরী। এখানে জননিরাপত্তা নিশ্চিত করা প্রথম অগ্রাধিকার।
এজন্য ২৪ ঘণ্টা মেট্রোপলিটন পুলিশ জনসেবায় নিয়োজিত থাকছে ও প্রতিটি ফোন কলের উত্তর দেওয়ার কড়া নির্দেশনা ইতোমধ্যে দেওয়া হয়েছে। মাদকবিরোধী অভিযান আরও জোরদার হবে, পাশাপাশি ওয়ারেন্টভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য বিশেষ টিম সক্রিয়ভাবে কাজ করবে।
এসময় তিনি, অপরাধ দমন, যানজট নিরসন, মাদক নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং কমিয়ে আনার বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সাংবাদিকরা পুলিশের বিভিন্ন কার্যক্রম, জনগণের ভোগান্তি, অসহযোগিতা এবং থানা পর্যায়ের সেবার মান আরও উন্নত করার সুপারিশ তুলে ধরেন। বিশেষ করে সড়কে যানজট নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই রোধ, এবং ট্রাফিক ব্যবস্থাপনা শক্তিশালী করার দাবি জানান তারা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মো. ইসরাইল হাওলাদার ১৭তম বিসিএসের মাধ্যমে ১৯৯৮ সালে পুলিশ ক্যাডারে যোগ দেন। ডিএমপি, র্যাব, মেট্রোপলিটন পুলিশ, শিল্পাঞ্চল পুলিশসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে দক্ষতা ও সততার পরিচয় রেখে সম্প্রতি তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, দুই ছেলে ও এক কন্যাসন্তানের জনক এবং একজন সরকারি চাকরিজীবী।
মতবিনিময় সভায় গাজীপুরের বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও জিএমপি পুলিশের উর্দোত্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন