শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ বিএনপি নেতার ভাই ভাতিজা গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৫:১৭ পিএম
গাজীপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ বিএনপি নেতার ভাই ভাতিজা গ্রেফতার
expand
গাজীপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ বিএনপি নেতার ভাই ভাতিজা গ্রেফতার

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন নাওজোর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ দুইজনকে করা হয়েছে। আটককৃতরা মহানগর বিএনপির বাসন থানা সভাপতি তানভীর সিরাজের ভাই ও ভাতিজা।

বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৩টা থেকে ভোর পৌনে ৫টা পর্যন্ত গাজীপুর আর্মি ক্যাম্প এর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযানটি পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় মহানগরীর বাসন থানার ১৩ নম্বর ওয়ার্ডের নাওজোর এলাকায় বিএনপি নেতা তানভীর সিরাজের ভাই মো. তসলিম সিরাজের বাড়িতে।

অভিযান শেষে বৃহস্পতিবার সকালে গাজীপুর সেনা ক্যাম্পের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। অভিযানে আটক করা হয় মো. তসলিম সিরাজ (৫৪) ও তার ছেলে মো. মুশফিক তসলিম (২৭)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, ৮টি বড় ছোরা, ১৯টি ছোট ছোরা, ৫টি বড় চাপাতি, ৫টি ছোট চাপাতি, ২টি লোহার হাসুয়া, ৫টি রামদা, ১টি সোজা রামদা, ২৭টি নকল ডায়মন্ড (অস্ত্র ধার করার উপকরণ)। এছাড়াও উদ্ধার করা হয়েছে প্রায় ৫০ গ্রাম নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা।

আটক মো. তসলিম সিরাজ (৫৪) নাওজোর এলাকার মৃত হাজী সিরাজুল ইসলামের ছেলে। অপর আটক মো. মুশফিক তসলিম (২৭) তার ছেলে। দুজনই গাজীপুর মহানগর বিএনপির বাসন থানা সভাপতি তানভীর সিরাজের যথাক্রমে ভাই ও ভাতিজা।

অভিযান শেষে যৌথ বাহিনী আটক তসলিম সিরাজ ও তার পুত্র মুশফিক তসলিমকে গাজীপুর মহানগর পুলিশের বাসন থানায় হস্তান্তর করে। বাসন থানার অফিসার ইনচার্জ মো. শাহিন জানান,যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজাসহ আটক পিতা-পুত্রকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন