

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেল চারটায় গাজীপুরের জয়দেবপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র্যালিতে জেলা যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন উপজেলা, থানা ও ওয়ার্ড যুবদলের শত শত নেতাকর্মী অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে তারা স্লোগান দিতে দিতে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
এ সময় উপস্থিত নেতারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সবসময় দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। বিগত সরকারের দমন-পীড়ন, গায়েবি মামলা ও গ্রেফতারের মধ্যেও নেতাকর্মীরা সংগঠনকে শক্তিশালী রাখতে নিরলসভাবে কাজ করে গিয়েছে।
বক্তারা আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবদল হবে সামনের সারির সৈনিক।
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে গাজীপুর শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা দলীয় সংগীত ও স্লোগানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ উদযাপন করেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
