

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পূর্ব থানাধীন ৪৮ নম্বর ওয়ার্ডে জাকের পার্টির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল ৩টায় আয়োজিত এই কর্মসূচি ছিল জাকের পার্টির চলমান দেশব্যাপী কর্মসূচির অংশ, যা ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত এক মাস ১১ দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে চলবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জাকের পার্টির সাধারণ সম্পাদক জনাব আরিফুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন ৪৮ নম্বর ওয়ার্ড জাকের পার্টির সভাপতি মো. নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন ছাত্র ফ্রন্ট জাকের পার্টির মো. আসাদুজ্জামান রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. দেলোয়ার হোসেন পাটোয়ারী (যুগ্ম সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর জাকের পার্টি), রফিকুল ইসলাম (দপ্তর সম্পাদক), মোসা. রাজিয়া সুলতানা (সভানেত্রী, গাজীপুর মহানগর জাকের পার্টি), লিমা শিকদার (সাধারণ সম্পাদিকা), সহসভাপতি আলহাজ মো. সিদ্দীকুর রহমান, মো. রাজু মৃধা (শ্রমিক ফ্রন্ট সভাপতি), মো. মহিউদ্দিন দেওয়ান (কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক, ছাত্র ফ্রন্ট, জাকের পার্টি)।
বক্তব্যে এম হাবিবুর রহমান সিদ্দিকী বলেন, “উপদেষ্টাদের পিএস শত কোটি টাকার মালিক। ভাবুন তো, যদি পিএস-ই শত কোটি টাকার মালিক হয়, তাহলে উপদেষ্টাগণ কত টাকার মালিক হয়েছেন?”
তিনি আরও বলেন, “জাকের পার্টি প্রতিষ্ঠার পর থেকে গত ৩৬ বছর ধরে একটি আদর্শ, কলঙ্কমুক্ত ও স্বচ্ছ রাজনৈতিক দল হিসেবে কাজ করে আসছে। জাকের পার্টি দেশের ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত। এটি ১৮ কোটি খেটে খাওয়া মানুষের প্রতিনিধি দল, যারা শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং একটি মানবিক, সুশিক্ষিত সমাজ গঠনে কাজ করবে।”
বক্তারা আরও বলেন, জাকের পার্টি মারামারি, হানাহানি বা অরাজক রাজনীতিতে বিশ্বাস করে না। এটি ওলি-আল্লাহর আদর্শে পরিচালিত একটি পবিত্র রাজনৈতিক দল।
আসন্ন নির্বাচনে পবিত্র ‘গোলাপ ফুল’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা।
সভা শেষে পবিত্র মিলাদ শরিফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্বওলি খাজা বাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) সাহেবের রওজা শরিফ জিয়ারত এবং দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
