

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, “শিক্ষা, গবেষণা, প্রকাশনা এবং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে তোমরাই ডুয়েটকে বিশ্বের দরবারে পৌঁছে দেবে।”
রবিবার (২৬ অক্টোবর) বিকেলে ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের নবীনবরণ-২০২৫ ও ‘রুলস অ্যান্ড রেগুলেশনস ফর আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলাম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে।
উপাচার্য বলেন, “তোমরা শুধু ভালো প্রকৌশলীই হবে না, বরং দায়িত্বশীল নাগরিক হিসেবেও নিজেকে গড়ে তুলবে।” তিনি আরও বলেন, “ডুয়েটের সবুজ, শিক্ষাবান্ধব এবং মাদক, রাজনীতি ও আঞ্চলিকতামুক্ত ক্যাম্পাসে তোমাদের স্বাগত জানাই। শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত প্রকাশনায় ডুয়েট আজ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও পরিচিতি পেয়েছে।”
তিনি জানান, একনেকে অনুমোদিত এম-ডুয়েট প্রকল্প বাস্তবায়িত হলে বিশ্বমানের গবেষণাগার ও ল্যাব সুবিধা বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীদের আবাসন সমস্যারও সমাধান হবে। নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “ভর্তি পরীক্ষায় যেমন মেধার স্বাক্ষর রেখেছ, তেমনি ভবিষ্যতেও জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশ ও বিদেশে কৃতিত্বের সাক্ষর রাখবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। তিনি নবীন শিক্ষার্থীদের সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।
এ ছাড়া বক্তব্য রাখেন পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দীন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রুমা এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামাল আল-হাসান। স্বাগত বক্তব্য দেন পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের রুলস, রেগুলেশনস ও ওবিই কার্যক্রম বিষয়ে উপস্থাপনা দেন।
সেমিনারে এটেনটিভ লিসেনার হিসেবে নবীন শিক্ষার্থী মো. লিমন মিয়া (পুরকৌশল বিভাগ), তুষি দত্ত (সিএসই বিভাগ) ও মো. মেহেদি হাসান (যন্ত্রকৌশল বিভাগ)-কে আইকিউএসি’র পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
