শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সংসার বাঁচাতে বাবার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৬:০৮ পিএম
expand
সংসার বাঁচাতে বাবার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন 

গাজীপুরের কোনাবাড়ীতে নিজের সংসার বাঁচাতে বাবার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মেয়ে।

রোববার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় সময় মহানগরীর কোনাবাড়ীতে সাংবাদিক কার্যালয়ে লিখিত বক্তব্যে সংবাদ সম্মেলন করেন শেরপুর জেলার শ্রীবর্দী থানার ঝগড়ার চর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মার্জিয়া মান্নান মিতি (১৮)।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, স্বামী ও শ্বশুরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে বাবা ও তার স্বজনরা। এক বছর আগে মোবাইলে প্রেমের সম্পর্কে গাজীপুরের কোনাবাড়ি আমবাগ নছের মার্কেট এলাকায় বসবাসরত বদিউজ্জমানের ছেলে হযরত আলীর সাথে বিয়ে হয় তার।

বিয়ের পর থেকে মিথ্যা মামলাসহ নানা ভাবে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনকে হয়রানী করা হয় । বর্তমানে নারী ও শিশু নির্যাতন মামলায় জেল হাজতে রয়েছে শশুর। সম্মেলনে মার্জিয়া দাবী করেন , বাবা আব্দুল মান্নান ও তার স্বজনরা শ্বশুড় ও স্বামীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন। দ্রুত শ্বশুরের মুক্তিসহ শান্তিপুর্ণভাবে স্বামীর সাথে সংসার করতে চান মার্জিয়া।

এসময় ভুক্তভোগী বলেন, যদি আমার বাবা আমাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে বাবা,মা এবং আমার দুই মামা হুমায়ুন কবির ও রেজাউল করিম। সংবাদ সম্মেলনে শশুর বাড়ীর পরিবারের সদস্য এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন