

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামে প্রতিবছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে বুধবার (১৪ জানুয়ারী) অনুষ্ঠিত হলো জামাই মেলা। শুকিয়ে যাওয়া বিলের ধারে বসানো এ মেলা মাছের দোকান বাহারি মাছের জন্য বিখ্যাত।
স্টলে সাজিয়ে রাখা হয় রুই, কাতলা, মৃগেল,শাপলাপাতা,সুরি, কালবাউশ, গ্রাস কার্প, সিলভার কার্পসহ বাহারি মাছ। ভোর থেকে দিনব্যাপী এই জামাই মেলায় দূরদূরান্ত থেকে ক্রেতারা আসেন মাছ কিনতে। এলাকার কোন জামাই কতবড় মাছ কিনলেন এই নিয়ে চলে প্রতিযোগিতা।
মেলায় চলে হাঁকডাক ও দরদাম। ছোট মাছ থেকে শুরু করে ৩৫ থেকে ৪০ কেজি ওজনের মাছও আছে। আশপাশের গ্রামের জামাতা-শ্বশুরসহ বিভিন্ন সম্পর্কের মানুষ ব্যাপক উৎসাহ নিয়ে মাছ কিনতে মেলায় আসেন।
প্রতি বছর পৌষ-সংক্রান্তিতে অনুষ্ঠিত এ মেলায় মাছ ছাড়াও আসবাবপত্র, খেলনা, মিষ্টি ইত্যাদির পসরা বসে। মাছের মেলায় সামুদ্রিক চিতল, বাঘাইড়, বোয়াল, কালবাউশ, পাবদা, গুলশা, গলদা চিংড়ি, বাইম, কাইকলা, রূপচাঁদা মাছের পাশাপাশি স্থান পায় নানা রকমের দেশি মাছও। তাইতো শীতের কূয়াশাকে উপেক্ষা করে মেলায় এসে খুশি অনেকে।অন্য দিকে বড় মাছ কিনে খুশি এলাকার এই জামাইরা। মেলার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে পুকুর ও নদী থেকে বড় মাছ নিয়ে আসেন জেলেরা।মেলায় অনেকেই আসেন শুধুই ঘুরতে। আয়োজকরা জানান, কালীগঞ্জের বিনিরাইল গ্রামে ২৫০ বছর ধরে এদিন জামাই মেলা বসে। মেলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য প্রতিবছর এই মেলার আয়োজন করা হয়।
আয়োজক কমিটির সভাপতি আলী হোসেন বলেন,আমার পূর্ব পুরুষদের কাছে জিজ্ঞেস করেছি তারাও এই মেলার বয়স জানেন না সঠিক।তবে অনুমান করা হচ্ছে ২৫০ বছর এর অধিক সময় ধরে চলে আসছে এ মেলা।এই মোলার নাম পৌষ-সংক্রান্তি মেলা ছিলো কিন্তু জামাইরা মাছ কিনতে আসায় আস্তে আস্তে মেলার নাম হয়ে গেল জামাই মেলা।আবার অনেকে মাছের মেলাও বলে।তিনি আরো জানান,আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবছরও মেলায় নিরাপত্তা বজায় রাখার জন্য আমরা সকলেই সম্মিলিত ভাবে কাজ করে যাচ্ছি।
পুরনো এই মেলাটি প্রতি বছর হাজার হাজার মানুষের মিলন মেলায় পরিণত হয়। জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও দূর দূরান্ত থেকে উৎসুক মানুষ আসেন সর্ববৃহৎ এই মাছের মেলায়। গাজীপুর ছাড়াও টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, নরসিংদী, ভৈরব, কিশোরগঞ্জ, ময়মনসিংহ থেকে অনেক মানুষ কেবল এই মেলা উপলক্ষেই কালীগঞ্জে আসেন।
মন্তব্য করুন
