

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে অবস্থানের পর অবশেষে সেই চাচিকে বিয়ে করেছেন ভাতিজা। আর তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে জানিয়ে দিয়েছেন আব্দুল আজিজ নামের ওই যুবক।
জানা যায়, গত ৩ দিন আগে Md Abdul Aziz (মায়াবতী জামাই) নামের ফেসবুক আইডিতে শেয়ার করেন আজিজ। তার পোস্টে দেখা যায়, ৪টি ছবি শেয়ার করেছেন তিনি। যার একটিতে পূর্বে চাচি-ভাতিজার সম্পর্ক থাকা ওই নারী এবং আব্দুল আজিজের সেলফি, আর একটিতে তাদের কোর্ট ম্যারেজের এফিডেভিট এবং অপর দুটি ছবিতে তাদের কাবিননামার কপি। তার শেয়ার করা তথ্যানুযায়ী গত ২৩ অক্টোবর দেড় লাখ টাকা দেনমোহরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। আব্দুল আজিজের দেওয়া ওই পোস্টে এখন পর্যন্ত রিঅ্যাক্ট পড়েছে ৩৭১টি। শেয়ার হয়েছে ৪১টি। আর কমেন্ট বক্সে নানা মন্তব্য করেছেন নেটিজেনরা।
ওই পোস্টের দুই দিন আগে দেওয়া এক পোস্টে নিজের ছবির সাথে গানের একটি রিল জুড়ে দিয়ে তা ফেসবুকে শেয়ার করেন আব্দুল আজিজ। ১৬ সেকেন্ডের ওই রিলে দেখা যায়, 'তোর মায়ায় পইরা জীবন নষ্ট, তুই তো অভিনয়ে শ্রেষ্ঠ, কেনো দিলি এতো কষ্ট-গানটি।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর (শনিবার) উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের ব্যাপারীপাড়ায় আব্দুল আজিজের বাড়িতে অবস্থান নেন চাচি রুবিনা খাতুন (২৫)। রুবিনা ওই গ্রামের মাইদুল ইসলামের স্ত্রী এবং তিনি দুই সন্তানের জননী। আর ভাতিজা আব্দুল আজিজ (২০) মাইদুল ইসলামের আপন চাচাতো ভাই ওসমান গণি মোল্লার ছেলে। ঘটনার তৃতীয় দিন রুবিনাকে তালাক দেন স্বামী মাইদুল ইসলাম।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
