

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর স্থানীয় কার্যালয়ে হামলা ও এক নেতার ওপর হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা দুটি মামলায় সাংবাদিক শাহ আলম সরকার সাজু (৫৬)-কে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
গ্রেফতার শাহ আলম সাজু স্থানীয় সংবাদকর্মী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি এবং দৈনিক ভোরের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে রাজমতি সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে সাজুকে আটক করা হয়। পুলিশের দাবি, তিনি বেশ কিছু রাজনৈতিক মামলার আসামি ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, “ওয়ারেন্টভুক্ত আসামি সাজুকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।”
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
