

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক চাচি ও তার ভাতিজার বিয়ে সংক্রান্ত ঘটনার কারণে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রুবিনা খাতুন (২৫) ছয় দিন ধরে প্রেমিক আব্দুল আজিজের (২০) বাড়িতে অবস্থান নেন বিয়ের দাবি জানিয়ে। কিন্তু সেই সুযোগে প্রেমিক নিজেই পালিয়ে যান।
ঘটনাস্থল হলো সুন্দরগঞ্জের ছাপড়হাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের ব্যাপারীপাড়া। রুবিনা দুই সন্তানের মা এবং মাইদুল ইসলামের স্ত্রী। আব্দুল আজিজ চাচাতো ভাই গণি মোল্লার ছেলে। স্থানীয়দের দাবি, তাদের মধ্যে সম্পর্ক দুই-তিন বছর ধরে চলে আসছে।
প্রথমবার রুবিনা মোল্লাবাড়িতে গিয়েছিলেন, কিন্তু ফেরত পাঠানো হয়। এবার বিয়ের দাবিতে অনশন শুরু করলে প্রেমিক পালিয়ে যান। ঘটনার তৃতীয় দিনে রুবিনার স্বামী তাকে তালাক দেন। ক্ষুব্ধ এলাকার মানুষ ভাতিজার পরিবারের যাতায়াতের পথও বন্ধ করে দিয়েছেন।
একটি ভিডিওতে দেখা গেছে, রুবিনা জানিয়েছেন, প্রেমিক তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিলেন এবং পরে নিজের বাড়িতে পাঠিয়েছিলেন। ভিডিওতে তার অনড় অবস্থান স্পষ্ট।
স্থানীয়রা বলেন, ‘মহিলাটি শনিবার থেকে বাড়িতে অবস্থান করছেন। সময় নষ্ট হওয়ায় আমরা বাধ্য হয়ে রাস্তা বন্ধ করেছি।’ ছাপড়হাটি ইউনিয়ন পরিষদের মেম্বার মো. আনছার আলী বলেন, ‘রুবিনা জানিয়েছেন, সম্পর্ক দুই-তিন বছর ধরে। শনিবার থেকে অবস্থান শুরু হয়, কিন্তু ভাতিজা পালিয়ে যায়। এরপর তিন দিনের মাথায় স্বামী তাকে তালাক দেন।’
ছাপড়হাটি ইউনিয়ন চেয়ারম্যান কনক কুমার গোস্বামী জানিয়েছেন, ‘আমি বিষয়টি সম্পর্কে অবহিত নই, তাই মন্তব্য করতে পারছি না।’
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    