

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদের ফ্ল্যাগস্ট্যান্ডে জুতা লাগিয়ে উড়ানোর ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।
এর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
পরে শনিবার (১১ অক্টোবর) বিকেলে ভিডিও বিশ্লেষণ করে সুন্দরগঞ্জ থানা পুলিশ ওই যুবককে শনাক্ত করে আটক করে।
আটক যুবকের নাম মারুফ হাসান মিরাজ (১৮)। তিনি উপজেলার রামভদ্র গ্রামের ফুল মিয়ার ছেলে এবং স্থানীয় বামনডাঙ্গা আব্দুল হক কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
এর আগে, ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, এক যুবক জাতীয় পতাকা স্থাপনের ফ্ল্যাগস্ট্যান্ডে সুতা বেঁধে জুতা ওপরে তুলছেন। পাশে আরও কয়েকজন দাঁড়িয়ে বিষয়টি উপভোগ করছেন। এ সময়, জাতীয় সংগীত বাজাতেও শোনা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ভিডিও দেখে আমরা অভিযুক্তকে শনাক্ত করে আটক করেছি। কেন এবং কী উদ্দেশ্যে তিনি এমন কাজ করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
অপরদিকে, ঘটনাটি নিয়ে সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে নিজের ফেসবুক পেজে- এ ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, জাতীয় পতাকার প্রতি এমন আচরণ দেশের মর্যাদার প্রতি অবমাননা। তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও প্ররোচনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    