শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে ডেঙ্গুর বিস্তার, একদিনে শনাক্ত ১৮ জন

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ এএম
expand
ফেনীতে ডেঙ্গুর বিস্তার, একদিনে শনাক্ত ১৮ জন

ফেনীতে এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৬৯ ছাড়িয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সদ্য শনাক্ত হওয়া ১৮ জনের মধ্যে ফেনী সদর উপজেলায় ১০ জন, দাগনভূঞায় ৩ জন, সোনাগাজীতে ২ জন এবং ছাগলনাইয়া উপজেলায় ৩ জন রয়েছেন। বর্তমানে সবাই ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

চলতি মাসে (সেপ্টেম্বর) এ পর্যন্ত জেলায় ৮৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তার আগে আগস্ট মাসে শনাক্ত হয়েছিল ৪৯ জন। সব মিলিয়ে ২০২৫ সালে ফেনীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৯ জনে।

এ বছর এখন পর্যন্ত ফেনী সদর উপজেলায় ১৮ জন, দাগনভূঞায় ৪৩ জন, সোনাগাজীতে ১১ জন, ছাগলনাইয়ায় ১৮ জন, ফুলগাজীতে ১ জন এবং পরশুরাম উপজেলায় ৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের বড় অংশ ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

জেলায় ডেঙ্গু পরীক্ষার জন্য বর্তমানে ৩ হাজার ৬৫৯টি কিট মজুত রয়েছে।

ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, “গত ২৪ ঘণ্টায় ১৮ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। চলতি মাসে এখন পর্যন্ত মোট ৮৯ জন আক্রান্ত হয়েছেন।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন