শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আলফাডাঙ্গায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি: পৌর বিএনপি সম্পাদকের বিরুদ্ধে জিডি

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১১:২৪ এএম
সিনিয়র রিপোর্টার মো. মুজাহিদুল ইসলাম
expand
সিনিয়র রিপোর্টার মো. মুজাহিদুল ইসলাম

ফরিদপুরের আলফাডাঙ্গায় দৈনিক ঢাকা টাইমস-এর সিনিয়র রিপোর্টার মো. মুজাহিদুল ইসলামকে প্রাণনাশের হুমকি দিয়েছেন আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব।

এ ঘটনায় বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) সাংবাদিক মুজাহিদ আলফাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি সাংবাদিক মুজাহিদুল ইসলাম একটি প্রতিবেদন প্রকাশ করেন, যেখানে আওয়ামী লীগের পদধারী নেতাদের দিয়ে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। এছাড়াও, ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা ও কেন্দ্রীয় উপকমিটির সদস্য নুরুল হাসান মিয়ার ছোট ভাই হাসিবুল হাসান হাসিব কীভাবে হঠাৎ করে পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে বসানো হলো, সে বিষয়েও তিনি রিপোর্ট প্রকাশ করেন।

এ নিয়ে ক্ষিপ্ত হয়ে বুধবার (৫ নভেম্বর) রাত আটটার দিকে হাসিবুল হাসান হাসিব ফেসবুক মেসেঞ্জারে কল দিয়ে এবং একাধিক অডিও বার্তা পাঠিয়ে সাংবাদিক মুজাহিদুল ইসলামকে অকথ্য ভাষায় গালাগালি করে প্রাণনাশের হুমকি দেন।

জিডিতে মুজাহিদুল উল্লেখ করেন, হাসিবুল তাকে বলেন, তুই লেখার কে? আমি আসতেছি তোর হাড্ডি খুলে ঝুলোবানি। প্রত্যেক জয়েন্ট আলাদা করে দিবানি। আমি তোকে হুমকি দিচ্ছি না, আমি আইসে তোকে হাড্ডি ভাঙ্গবানি... তোরে মেরে পাছার মধ্যে আইক্কাওয়ালা বাঁশ ঢুকিয়ে আলফাডাঙ্গা চৌরাস্তায় ঝুলিয়ে রাখবো।

সাংবাদিক মুজাহিদুল জানান, এ ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি আশঙ্কা করছেন, যেকোনো সময় হাসিবুল হাসান হাসিব বা তার অনুসারীরা তার ক্ষতি করতে পারেন। একজন পেশাদার সাংবাদিক হিসেবে এটি আমার ব্যক্তিগত নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতার ওপর সরাসরি আঘাত, বলেন মুজাহিদুল ইসলাম।

ঘটনাটি জানাজানি হতেই স্থানীয় সাংবাদিক সমাজ ও গণমাধ্যম সংশ্লিষ্ট মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।

সাংবাদিকদের অনেকে এ ঘটনাকে সাংবাদিক নিরাপত্তার ওপর সরাসরি হুমকি বলে উল্লেখ করেছেন এবং প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ জালাল আলম বলেন, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ঘটনার প্রমাণ ও অডিও বার্তাগুলো সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে।

রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে আলফাডাঙ্গা ও আশপাশের এলাকায় বিএনপির নতুন নেতৃত্ব নিয়ে বেশ কিছু বিতর্ক দেখা দিয়েছে। সাংবাদিক মুজাহিদুল ইসলামের প্রতিবেদনটি সেই প্রেক্ষাপটেই প্রকাশিত হয়েছিল। তবে একটি সংবাদ প্রকাশের জেরে একজন সাংবাদিকের প্রতি এমন ভয়াবহ হুমকি স্থানীয়ভাবে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

আলফাডাঙ্গা প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে দোষীর দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেছে। তারা বলেন, সাংবাদিকদের ভয় দেখিয়ে সত্য প্রকাশ বন্ধ করা যাবে না। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন