শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

১ টাকা কেজি দরে গরুর মাংস বিতরণ, আবারও আলোচনায় রায়হান জামিল

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ পিএম
expand
১ টাকা কেজি দরে গরুর মাংস বিতরণ, আবারও আলোচনায় রায়হান জামিল

১০ টাকায় ইলিশ বিক্রি করে আলোচনায় আসা ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিল আবারও আলোচনায়। এবার তিনি মাত্র ১ টাকা কেজি দরে গরুর মাংস বিতরণ করে নতুনভাবে আলোচনার জন্ম দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ১ কেজি করে গরুর মাংস বিতরণ করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রায়হান জামিল নিজ হাতে বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারের হাতে মাংস তুলে দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবক দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

মানবিক এই উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে রায়হান জামিল এনপিবি নিউজকে বলেন, “মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই আমার রাজনীতি করার মূল উদ্দেশ্য। যারা সামর্থ্যের অভাবে ঈদ বা বিশেষ দিনে গরুর মাংস খেতে পারেন না, তাদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ।” তার এই কর্মসূচি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এলাকাবাসীর অনেকে একে “মানবিক ও অনুকরণীয় উদ্যোগ” বলে মন্তব্য করেছেন।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর ফরিদপুরের সদরপুর উপজেলায় রায়হান জামিল মাত্র ১০ টাকায় ইলিশ বিক্রির ঘোষণা দিয়ে ব্যাপক সাড়া ফেলেছিলেন। তবে পর্যাপ্ত মাছ না থাকায় সেখানে হট্টগোলের সৃষ্টি হয় এবং জনতার চাপে স্থান ত্যাগ করতে হয় তাকে।

রায়হান জামিলের ধারাবাহিক এসব উদ্যোগ এলাকায় আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। কেউ তার এ পদক্ষেপকে ‘দরিদ্রবান্ধব মানবিক উদ্যোগ’ হিসেবে দেখছেন, আবার কেউ একে আসন্ন নির্বাচনের প্রাক্কালে ‘রাজনৈতিক প্রচারণার নতুন ধরন’ বলেও উল্লেখ করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন