রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সালথায় যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ ৫ নেতা বিএনপিতে যোগদান

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১১:১৭ পিএম
যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ ৫ নেতা বিএনপিতে যোগদান
expand
যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ ৫ নেতা বিএনপিতে যোগদান

সারাদেশে চলমান ‘ডেভিল হান্ট’ (ফেজ–২) অভিযানের প্রেক্ষাপটে ফরিদপুরের সালথা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচজন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার যদুনন্দী ইউনিয়নের নবকাম পল্লী কলেজ মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলন শেষে ওই পাঁচ নেতা বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

পদত্যাগকারী নেতারা হলেন, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলিমুজ্জামান নয়ন, যদুনন্দী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হান্নান মৃধা, যদুনন্দী ইউনিয়নের ৭নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি রত্তন মাতুব্বর, সাধারণ সম্পাদক টুকু শেখ, এবং ৮নং ইউনিটের সাধারণ সম্পাদক লিবু মাতুব্বর।

সংবাদ সম্মেলনে পাঁচ নেতার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আলিমুজ্জামান নয়ন।

তিনি বলেন, “আমরা কোনো ধরনের চাপ বা ভয়ভীতি ছাড়াই সম্পূর্ণ স্বপ্রণোদিত হয়ে নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছি। ইতোমধ্যে সংশ্লিষ্ট সংগঠনের কাছে লিখিতভাবে আমাদের পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপির নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু আপার রাজনৈতিক কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে আমরা বিএনপিতে যোগদান করেছি।”

এ সময় উপস্থিত ছিলেন যদুনন্দী ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা সৈয়দ মকবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম মোল্যা, সাংগঠনিক সম্পাদক হিরু শেখ, পাশাপাশি সালথায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X