শনিবার
১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাইপলাইনের ওপর ঘর তুলে বিপিসির তেল চুরি, অতঃপর যা ঘটল 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৭:৫৫ পিএম
মিরসরাইয়ে মহাসড়কের পাশে ঘর তৈরি করে বিপিসির পাইপলাইনে গোপন ছিদ্র করে তেল চুরি
expand
মিরসরাইয়ে মহাসড়কের পাশে ঘর তৈরি করে বিপিসির পাইপলাইনে গোপন ছিদ্র করে তেল চুরি

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর তেল পরিবহন পাইপলাইন থেকে তেল চুরির একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে চট্টগ্রামের মিরসরাই উপজেলায়।

বৃহস্পতিবার ( ৮ জানুয়ারি) সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে হাদির ফকিরহাট এলাকায় ঘটনাটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমিরুল ইসলাম নামের এক ব্যক্তি প্রায় এক মাস আগে মহাসড়কের পাশে বিপিসির তেল পাইপলাইনের ওপর একটি টিনশেড ঘর নির্মাণ করেন। পরে কৌশলে মাটির প্রায় ১২ ফুট নিচে থাকা পাইপলাইনে ফুটো করে অবৈধভাবে তেল চুরি করে আসছিলেন।

ঘটনাটি নজরে এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়। খবর পেয়ে বিপিসি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাইপলাইনের ক্ষয়ক্ষতি ও চুরি হওয়া তেলের পরিমাণ নিরূপণের কাজ শুরু করেন।

টিনশেড ঘরটির মালিক নুর জাহান জানান, প্রায় এক মাস আগে আমিরুল ইসলাম ঘরটি ভাড়া নেন। তাঁর স্বামী নুরুল আবছার ঘরটি ভাড়া দিলেও ভাড়াটিয়ার কোনো স্থায়ী ঠিকানা সংরক্ষণ করা হয়নি বলে জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে একটি ড্রিল মেশিন উদ্ধার করা হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পাইপলাইনের মেরামত কাজ চলছে।

এ ঘটনায় কী পরিমাণ তেল চুরি হয়েছে এবং পাইপলাইনের আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঘটনার পর মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা সাইদুল ইসলাম এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের দুই কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তারা এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X