শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‎দিনাজপুরে নিয়োগ পরীক্ষায় ‘ডিজিটাল ডিভাইস’ ব্যবহার, আটক ১

‎দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ পিএম
expand
‎দিনাজপুরে নিয়োগ পরীক্ষায় ‘ডিজিটাল ডিভাইস’ ব্যবহার, আটক ১

‎দিনাজপুরে খাদ্য অধিদপ্তরের ‘উপখাদ্য পরিদর্শক’ পদের নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহারের অভিযোগে এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) সকালে শহরের কেরী মেমোরিয়াল হাইস্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে। আটক পরীক্ষার্থীর নাম কৃষ্ণকান্ত রায়।

‎জানা গেছে, খাদ্য অধিদপ্তরের ‘উপখাদ্য পরিদর্শক’ পদের নিয়োগ পরীক্ষা চলাকালে আটক কৃষ্ণকান্ত বারবার কাশি দেওয়ায় পরীক্ষকদের সন্দেহ হয়। পরে তাকে তল্লাশি করে কানের ভেতর একটি ক্ষুদ্রাকৃতির ডিভাইস এবং স্যান্ডো গেঞ্জির সঙ্গে সাঁটানো আরেকটি ডিভাইস উদ্ধার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে কৃষ্ণকান্ত জানান, ঢাকার একটি জালিয়াত চক্রের মাধ্যমে তিনি ডিভাইসটি নেন। তাকে বলা হয়েছিল, প্রশ্নের সেট ‘পদ্মা’ হলে কাশি দিয়ে সংকেত দিতে। কিন্তু তিনি বিষয়টি বুঝতে না পেরে বারবার কাশি দিতে থাকেন এবং ধরা পড়েন।

‎দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাবিবুল হাসান জানান, এটি একটি বড় চক্রের কাজ বলে ধারণা করা হচ্ছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান শুরু হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন