রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০২:০৯ পিএম
রোববার (১৬ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
expand
রোববার (১৬ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের রাজেন্দ্রপুর বাজারের সার্ভিস লেনে অবস্থানরত বলাকা পরিবহনের একটি গাড়িতে আগুন দেয় অজ্ঞাত দুর্বৃত্ত। আগুন লাগানোর পর দুর্বৃত্ত দ্রুত সরে যায়।

রোববার (১৬ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আগুন দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে গাড়িটি আংশিক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ আনুমানিক আট থেকে দশ লক্ষ টাকা বলে জানিয়েছেন মালিক পক্ষ।

ঘটনাস্থল পরিদর্শন শেষে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আক্তার হোসেন জানিয়েছে, দুর্বৃত্তদের শনাক্তে তদন্ত চলছে। তবে এখনো কোনো মামলা হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন