

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের উখিয়ার সোনার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ঊননব্বই হাজার নয়শত পাঁচ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
গ্রেপ্তারকৃত হলো, উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের উত্তর সোনার পাড়া গ্রামের মৃত আব্দুল রহমানের ছেলে সামছুল আলম (৩০) ও একই গ্রামের মৃত মো. নজরুলের ছেলে আব্দুল শুক্কুর (২৪)। গ্রেপ্তারকৃতদের সন্ধ্যায় উখিয়া থানায় হস্তান্তর করা হয়। সোমবার দুপুরে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের উত্তর সোনার পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যায়—উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের উত্তর সোনার পাড়া এলাকায় একটি বড় ইয়াবার চালান মজুদ করা হয়েছে।
এমন তথ্যের ভিত্তিতে সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)–এর একটি বিশেষ দল অধিনায়ক র্যাব-১৫ এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।অভিযান চলাকালে মাদক কারবারিদের হেফাজতে থাকা এক সাদা বস্তা তল্লাশি করে ইয়াবা সহ দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
র্যাব-১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি আরো বলেন উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন