সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ায় ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসরত ১৮ রোহিঙ্গা আটক 

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
অবৈধভাবে বসবাসরত ১৮ রোহিঙ্গা আটক 
expand
অবৈধভাবে বসবাসরত ১৮ রোহিঙ্গা আটক 

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী মরা গাছতলা এলাকায় বিশেষ অভিযানে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসরত ১৮ জন রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-১৫।

আটকদের মধ্যে ১২ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, রোববার (৯ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি অভিযানিক দল উখিয়ার বালুখালী মরা গাছতলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে স্থানীয় বিভিন্ন ভাড়া বাসায় অবস্থান নেওয়া পাঁচটি রোহিঙ্গা পরিবারের মোট ১৮ জনকে আটক করা হয়।

র‌্যাব জানায়, আটক রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছিলেন।

র‌্যাবের তথ্য অনুযায়ী, সম্প্রতি রোহিঙ্গাদের একটি অংশ খুন, ছিনতাই, ডাকাতি, মাদকপাচার ও অপহরণসহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে।তারা ক্যাম্পের বাইরে ভাড়া বাসায় অবস্থান নিয়ে স্থানীয় অপরাধ চক্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে, ফলে কক্সবাজারসহ পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসের কারণে নানা অপরাধ চক্রের সঙ্গে মিশে যাচ্ছে। এতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঝুঁকিতে পড়ছে। র‌্যাব-১৫ এ বিষয়ে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

তিনি আরও বলেন, ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অবৈধভাবে বসবাস রোধে নিয়মিত অভিযান চলবে। পাশাপাশি যারা রোহিঙ্গাদের অবৈধভাবে বাসা ভাড়া দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।আটককৃত ১৮ রোহিঙ্গাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

রোহিঙ্গাদের অবৈধভাবে ক্যাম্পের বাইরে বসবাস রোধে র‌্যাবের এ অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। র‌্যাব-১৫ জানিয়েছে, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমন করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন