

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কোনাবাড়ি থানা আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র্যালির আয়োজন করা হয়েছে।
রোববার রাতে গাজীপুর মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক আবুল কাশেম খান ও সদস্য সচিব নজরুল ইসলামের নির্দেশে এ র্যালি অনুষ্ঠিত হয়।
নবগঠিত কোনাবাড়ি থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক হারুন মিয়া এবং সদস্য সচিব ফিরোজ খানের নেতৃত্বে র্যালিটি কোনাবাড়ির বিসিক ১ নম্বর গেটের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণ করেন কোনাবাড়ি থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী। তারা দলীয় স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং নবগঠিত কমিটির প্রতি সমর্থন জানান।
নেতাকর্মীরা জানান, মৎস্যজীবী দলের নতুন কমিটি গঠনের মাধ্যমে কোনাবাড়ি থানা এলাকায় দলটি আরও সংগঠিত ও শক্তিশালী হবে। তারা দলের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীর রাজনৈতিক কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে মৎস্যজীবী দলের নেতাকর্মীরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে। তারা গাজীপুর মহানগর বিএনপি ও মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন নতুন কমিটি অনুমোদনের জন্য।
মন্তব্য করুন