সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জে বিএনপির গণমিছিলে জনস্রোত 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম
রূপগঞ্জে বিএনপির গণমিছিল
expand
রূপগঞ্জে বিএনপির গণমিছিল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ -১ ( রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়ার নেতৃত্বে গণমিছিলে জনস্রোত সৃষ্টি হয়েছে।

৯ নভেম্বর রবিবার বিকেলে রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী নিয়ে ভুলতা- গোলাকান্দাইল ফ্লাইওভার এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এ গণমিছিল করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুর নবী ভুঁইয়া, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, জেলা যুবদল নেতা আমিরুল ইসলাম ইমন, রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম, কাঞ্চন পৌর যুবদল নেতা সানাউল্লাহ মান্নান সানী, তরিকুল ইসলাম বিপুল, পৌর বিএনপির সাবেক সভাপতি হামিদুল হক খান, মুড়াপাড়া সরকারী কলেজের সাবেক ভিপি তারেক হাসান, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক জিন্নাত আলী, তারাব পৌরসভা বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম মোল্লা, তারাবো পৌর সাংগঠনিক আরিফ হাসান আরব প্রমূখ।

এ সময় মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু তার বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধু আমাকে নমিনেশন দেয়নি। রূপগঞ্জবাসিকে দিয়েছেন। রূপগঞ্জবাসি আপনারা আমাকে ভালোবাসেন। সেই ভালোবাসার ভোট দিয়ে আমাকে আপনাদের সেবক হিসেবে নির্বাচন করলে আমি রূপগঞ্জকে আধুনিক ও মডেল রূপগঞ্জ হিসেবে গড়ে তুলবো।

দল আমাকে আপনাদের মাঝে ভোট চাওয়ার সুযোগ করে দেয়ায় দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা,ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন