শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফে ক্যাম্পের বাইরে অবাধে চলাচলরত ১০৭ রোহিঙ্গা আটক শহিদুল ইসলাম

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১১:৫২ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে বিভিন্ন এফডিএমএন (ফরসড ডিসপ্লেসড মিয়ানমার ন্যাশনালস) ক্যাম্পের বাইরে অবাধে চলাচলরত ১০৭ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পুরুষ ৬১জন,নারী ২৮ জন ও শিশু ১৮ জন। বৃহস্পতিবার সকালে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার দিনব্যাপী টেকনাফের দমদমিয়া চেকপোস্টে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবির সুত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের সদস্যরা অনুমতি ছাড়া ক্যাম্পের বাইরে অবাধে চলাফেরা করছে, যা টেকনাফসহ দেশের সার্বিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দিয়েছে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি টেকনাফ ব্যাটালিয়নের চেকপোস্টগুলোতে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।

বিভিন্ন এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা হলেও যথাযথ অনুমতি ছাড়া ক্যাম্পের বাইরে ঘোরাফেরা করছিলেন।

এ ব্যাপারে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন আটক ব্যক্তিদের পরিচয় যাচাইয়ের পর মুচলেকা গ্রহণ করে তাদের নিজ নিজ ক্যাম্পের মাঝিদের (কমিউনিটি লিডার) কাছে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে অবাধে চলাচল প্রতিরোধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন