শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ার ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১১:৪৯ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে উখিয়ার মরিচ্যা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তি হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের উখিয়ারঘাট গ্রামের জাহেদ আহমদের পুত্র মিজানুর রহমান (২৫)। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানটি বুধবার সন্ধ্যায় উখিয়ার হলদিয়া-পালং ইউনিয়নের মরিচ্যা বউ বাজার এলাকায় পরিচালনা করা হয়।

কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসপি) অলক বিশ্বাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা বউ বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ মিজানুর রহমানকে আটক করা হয়েছে।

তার কাছ থেকে উদ্ধার করা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে জব্দ করা হয়েছে।

অলক বিশ্বাস আরও জানান, আটক আসামির বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মরিচ্যা সীমান্ত এলাকা দিয়ে ইয়াবা পাচার বেড়ে যাওয়ায় সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন