শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঈদগাঁওয়ে বন্দুকসহ অস্ত্র মামলার আসামী গ্রেফতার

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৮:২৩ পিএম
expand
ঈদগাঁওয়ে বন্দুকসহ অস্ত্র মামলার আসামী গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী একনলা বন্দুকসহ অস্ত্র মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের (ছমুদা বড় বাড়ি) গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে মনিরুল হক।

বুধবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে ঈদগাঁও থানাধীন ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস বলেন,অভিযানে একাধিক মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন