

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের রামু থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১১ লাখ ৮৭ হাজর ৫ শ টাকার চোরাই মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন উখিয়ার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে নিজাম উদ্দিন (৩৪),মৌলভী পাড়া গ্রামের হারুনুর রশিদ সওদাগর ছেলে মোহাম্মদ রুবেল (২৭) ও কক্সবাজার সদর উপজেলার মাছূয়াখালী গ্রামের
মৃত আব্দুস শুক্কুর এর ছেলে নুরুল আমিন (৬৫)। গ্রেফতারকৃতদের দুপুরে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে বলে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন জানিয়েছেন।
রামু থানা সূত্রে জানা গেছে,গত ১১ অক্টোবর রাত ৩টার দিকে রামু বাইপাস স্টেশনে অবস্থিত মেসার্স আল-আমিন স্টোরে তালা ভেঙে ঢুকে দুর্বৃত্তরা প্রায় ১৭ লাখ ৬৬ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।চুরি হওয়া মালামালের মধ্যে ছিল—বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, সাতটি স্যামসাং স্মার্টফোন, একটি DVR মেশিনসহ অন্যান্য মূল্যবান সামগ্রী।
এ ঘটনায় গত ২১ তারিখ রামু থানায় একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে গোপন তথ্যের ভিত্তিতে রামু থানা পুলিশ কক্সবাজার সদর ও উখিয়া থানার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযান চালিয়ে চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেন। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত মালামাল ৩৫ হাজার শলাকা বেনসন সিগারেট,৬টি স্যামসাং স্মার্ট মোবাইল ফোন,১টি সিসি ক্যামেরা রেকর্ডার,চোরাইকৃত সিগারেট বিক্রির নগদ ৪২ হাজার টাকা,১টি পুরাতন সিএনজি, মোটরসাইকেল মেরামতের যন্ত্রপাতি,
১টি টিপচোরা ও ১০ কেজি মারবেল। রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসেন বলেন,গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছিল। তারা কক্সবাজার, উখিয়া ও আশপাশের এলাকায় একাধিক চুরির ঘটনায় জড়িত।তিনি আরও বলেন,গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে আমরা অভিযান পরিচালনা করি। চক্রটির অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
