

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের টেকনাফে আবারও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মিয়ানমার সীমান্ত দিয়ে পাচারের সময় ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে অভিযানে জড়িত একমাত্র চিহ্নিত পাচারকারী খানকার ডেইলের জয়নাল আবেদীন পালিয়ে গেছেন বলে বিজিবি জানিয়েছেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করছে—এমন খবর পেয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি-এর নির্দেশনায় একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
২ বিজিবি অধিনায়ক জানান, ২৭ অক্টোবর (সোমবার) রাত ১টার দিকে নাজিরপাড়া বিওপি’র আওতাধীন নারিকেল কাঠি সংলগ্ন ‘সাইফুলের ঘের’ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
রাত আনুমানিক ২টার দিকে টহল দল ৪-৫ জন সন্দেহভাজন ব্যক্তিকে নাফ নদী পেরিয়ে ভারী বস্তা বহন করে বাংলাদেশের দিকে প্রবেশ করতে দেখে। সন্দেহভাজনদের থামতে নির্দেশ দিলে তারা দ্রুত পানিতে বস্তাগুলো ভাসিয়ে দিয়ে সীমান্তের ঘন ঝোপঝাড়ের আড়ালে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ঘেরের পানিতে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে চোরাকারবারিদের ফেলে যাওয়া কয়েকটি বস্তা উদ্ধার করেন। এসব বস্তা থেকে বিশেষ কায়দায় লুকানো ১,৮০,০০০ (এক লাখ আশি হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ঘটনায় চিহ্নিত টেকনাফ পৌরসভার ইমান হোসেনের পুত্র জয়নাল আবেদীন পালিয়ে যায়।
উদ্ধারকৃত ইয়াবা ও সংশ্লিষ্ট আলামত জব্দ করা হয়েছে। পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে উদ্ধারকৃত মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন—এই সফল অভিযান বিজিবির পেশাদারিত্ব, দক্ষতা ও সীমান্ত সুরক্ষায় জিরো টলারেন্স নীতির প্রতিফলন। মাদক চোরাচালান প্রতিরোধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
উখিয়া-টেকনাফ-মিয়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা পাচার প্রতিনিয়ত ঘটলেও বিজিবির ধারাবাহিক অভিযান মাদক ব্যবসায়ীদের নেটওয়ার্কে বড় ধাক্কা দিচ্ছে। এ সফল অভিযানও তারই আরেকটি প্রমাণ।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
