শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফে পৃথক অভিযানে ১৪ ভুক্তভোগী উদ্ধার, আটক ৩

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৯:২১ পিএম
expand
টেকনাফে পৃথক অভিযানে ১৪ ভুক্তভোগী উদ্ধার, আটক ৩

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে ১৪ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মানব পাচার চক্রের তিন সদস্যকে আটক করেন।

আটককৃতরা হলেন মানবপাচার চক্রের সক্রিয় সদস্য আবু তাহের (৬৯) ও তাঁর স্ত্রী দিলদার বেগম (৩৮) ও মোহাম্মদ শফি (৩২)। আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় বলে বিজিবি জানিয়েছেন।

শুক্রবার (২৫ অক্টোবর) রাত ও শনিবার (২৬ অক্টোবর) মধ্যরাতে এ অভিযান দুটি পরিচালনা করা হয়।

প্রথম অভিযানটি চালানো হয় টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালীপাড়ায়। সেখানে আবু তাহেরের বাড়ি থেকে আটজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এসময় দুইজনকে আটক করেন।

এরপর রাত দেড়টার দিকে দক্ষিণ লম্বরী এলাকায় অভিযান চালিয়ে গভীর সাগরপথে পাচারের মুহূর্তে ছয়জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ সময় পাচারকারী চক্রের আরেক সদস্যকে আটক করেন।

বিজিবির ভাষ্যমতে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মানুষ মালয়েশিয়া পাচারের সঙ্গে জড়িত। উদ্ধার হওয়া ব্যক্তিদের সমুদ্রপথে পাঠানোর পরিকল্পনা ছিল পাচারকারীদের। তবে দলের কয়েকজন সদস্য রাতের অন্ধকারে পালিয়ে যায়।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, আজকের রাতটি মানবপাচারকারী ও সংঘবদ্ধ অপরাধীদের জন্য দুঃসংবাদ। সীমান্ত এলাকায় মানবপাচার প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত থাকবে। আটক তিনজনের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা রুজু করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন