

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মাদক শনাক্তকারী কুকুর ‘মেঘলা’-র ঘ্রাণে ধরা পড়েছে চোলাই মদের চালান।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া চেকপোস্ট এলাকায় ইজিবাইক তল্লাশি চালিয়ে ২০ লিটার দেশীয় চোলাই মদসহ দুইজনকে আটক করেছে বিজিবি।
আটকরা হলেন—মো. আবুল হাশেম (৩৬) ও মো. কালা মিয়া (৩২)। দুজনই টেকনাফের
হোয়াইক্যং এলাকার বাসিন্দা।আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
বিজিবি জানায়, নিয়মিত তল্লাশির সময় ডগ ‘মেঘলা’ নির্দিষ্ট যাত্রী ও ইজিবাইকে মাদকের উপস্থিতির সংকেত দেয়। পরে তল্লাশিতে ইজিবাইকের সীটের নিচে বোতলে ভরা ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় ইজিবাইকটিও জব্দ করা হয়।এ ব্যাপারে টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন,মাদকমুক্ত দেশ গঠনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। মেঘলার সহায়তায় আমরা সীমান্তে আরও কঠোর নজরদারি চালাচ্ছি।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
