

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপি সরকারই দেশের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি অবদান রেখেছে বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপের ৭ নম্বর ওয়ার্ডে বিএনপির এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তাঁর আদর্শেই বিএনপি গঠিত হয়েছে, যা এখনও মানুষের হৃদয়ে অম্লান।
শাহপরীর দ্বীপকে আলাদা ইউনিয়ন ঘোষণা ও সীমান্ত এলাকার তরুণদের সামরিক প্রশিক্ষণের আওতায় আনার প্রতিশ্রুতি দেন তিনি।
খালেদা জিয়ার নারীর শিক্ষায় অবদান তুলে ধরে তিনি বলেন, “মেয়েদের জন্য অষ্টম শ্রেণি থেকে ইন্টার পর্যন্ত বিনা খরচে লেখাপড়ার সুযোগ বিএনপি সরকারই দিয়েছে।”
এসময় তিনি, আসন্ন নির্বাচনে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য ইসমাইল। এছাড়া উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
