শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ১

উখিয়া-কক্সবাজার সংবাদদাতা
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৬:১৩ পিএম
expand
রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা সহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

রোববার (২০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উখিয়ার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৩ ব্লকে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত হলো উখিয়ার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৭ ব্লকের বাসিন্দা সৈয়দুল আমিনের ছেলে আবুল কালাম (২৭)।

রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । তিনি আরো বলেন গোপন সংবাদের ভিওিতে এ অভিযান চালানো হয়।গ্রেপ্তারকৃত আসামীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

এপিবিএন সুত্রে জানা যায় অভিযানের সময় সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করা এক রোহিঙ্গা যুবককে চ্যালেঞ্জ করে তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করলে ব্যাগের ভিতর থেকে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক বলেন এপিবিএন কৃর্তক এক রোহিঙ্গাকে থানায় হস্তান্তর করেন। তার বিরুদ্ধে উখিয়া থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন