শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১১:৫৫ এএম
শফিউল আলম (৩৮)
expand
শফিউল আলম (৩৮)

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে শফিউল আলম (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি স্থানীয়ভাবে ‘লেদা পুতু’ নামে পরিচিত ছিলেন।

শনিবার (২৪ জানুয়ারি) ভোররাতে উপজেলার মাঝিরকাটা বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, রাতে ভাত খাওয়ার সময় কয়েকজন ব্যক্তি শফিউল আলমকে ঘর থেকে ডেকে বাইরে নিয়ে যান।

কিছুক্ষণ পর গুলির শব্দ শোনা যায়। পরে বাইরে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, শফিউল আলম দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে এলাকায় প্রচলিত অভিযোগ আছে।

তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, গভীর রাতে মাঝিরকাটা এলাকায় গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করে। তবে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে শফিউল আলমের মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X