শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ায় পাহাড়ি এলাকা থেকে এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৩:৫৮ পিএম
ওসমান হাদি
expand
ওসমান হাদি

কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের কালামার ছড়া দোছড়ি পাহাড়ি এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত হলো নিহত হলো উখিয়ার রাজাপালং ইউনিয়নের দৌছড়ি গ্রামের মৃত আলী আহমদের ছেলে মোহাম্মদ হাশেম (২৮)।

শুক্রবার (০২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নেন কালামার ছড়া দোছড়ি গহীন পাহাড় থেকে এ লাশ টি উদ্ধার করেন।পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার দুপুরে স্হানীয়রা পাহাড়ি এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন।

এমন সংবাদের ভিওিতে উখিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান।ঘটনাস্থল থেকে হাশেম নামের এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেন।তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন।পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্প–৪ ও ৪ এক্সটেনশন এলাকার কসাইদের কাছে গরু বিক্রি করতেন।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর আহমদ বলেন নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X