

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল বা নাশকতা ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ওসিকে সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বড় ধরনের অপতৎপরতার আশঙ্কায় এমন নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে একাধিক পুলিশ সূত্র।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে মহাসড়কের কুমিল্লা অংশে ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টা চালাচ্ছে নিষিদ্ধ সংগঠনটি। এরই মধ্যে একাধিক স্থানে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে।
ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, “মহাসড়কে যেকোনো অপতৎপরতা ঠেকাতে আমি নিজেই মাঠে কাজ করছি। জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে নিয়মিত টহল চালানো হচ্ছে।”
দাউদকান্দি থানার ওসি জুনায়েদ চৌধুরী জানান, ‘গত এক সপ্তাহে মহাসড়কে নাশকতার প্রস্তুতিকালে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। টহল ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”
জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ বলেন, “নিষিদ্ধ সংগঠন যেন মহাসড়কে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে সব থানার ওসিদের কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। দায়িত্বে গাফিলতি বরদাশত করা হবে না।”
মন্তব্য করুন
