বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্ত পেরোনোর আগেই কুমিল্লায় হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:০১ পিএম
কুমিল্লায় হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার
expand
কুমিল্লায় হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত আটটার দিকে কুমিল্লা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। কুমিল্লা সেক্টরের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়নের অধীন খাদলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২০৪৯/৭-এস–এর শূন্য লাইন থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার আগে তিনজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা সবাই হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দুই ভাই মো. সাইদুর রহমান (২৪) ও শাফিউল জান্নাত ওরফে সিয়াম (১৯)। তাঁরা কুমিল্লার বুড়িচং থানার জগতপুর (নাগরবাড়ি) গ্রামের মো. সবুজ মিয়ার ছেলে। অপর গ্রেপ্তার ব্যক্তি শাহারিয়ার নাজিম জয় (১৯)। তিনি কুমিল্লা কোতোয়ালি থানার বাঁশমঙ্গল গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

বুড়িচং থানা সূত্র জানায়, গ্রেপ্তার তিনজন বুড়িচং থানার জগতপুর (নাগরবাড়ি) গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের মেয়ে ফাহিমা আক্তার আখি (২৩) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এ ঘটনায় বুড়িচং থানায় একটি হত্যা মামলা রয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তিন আসামিকে বুড়িচং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X