শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বাসি মিষ্টি বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৩:১০ পিএম
দামুড়হুদা উপজেলায় খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে অভিযান
expand
দামুড়হুদা উপজেলায় খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে অভিযান

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার দশমী ও দামুড়হুদা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠান, বেকারি এবং ডিজেল-মবিল বিক্রয়কারী প্রতিষ্ঠানসমূহ তদারকি করা হয়। এসময় স্বাস্থ্য সনদ না থাকা, ফ্রিজে মাছ-মাংসের সঙ্গে বাসি মিষ্টি সংরক্ষণ এবং ব্যবহৃত উপকরণ পুনরায় ব্যবহার করার অভিযোগে ‘মেসার্স মিষ্টি বাড়ি’ নামের একটি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ফ্রিজে রাখা বাসি মিষ্টি ও অন্যান্য অনুপযুক্ত উপকরণ ধ্বংস করা হয়। অভিযানে ব্যবসায়ীদের সঠিকভাবে মূল্যতালিকা প্রদর্শন, খাদ্যপণ্যের মান বজায় রাখা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সনদ নিয়ে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন দামুড়হুদা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নিয়ামত আলী, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন